রোজকার ডাইরি থেকে
- নাহিদ সরদার
রোজকার ডায়রি থেকে
মো: নাহিদ সরদার
মলিন মলাটের মত ফ্যাকাশে জীবন নিয়েই
রোজাকার হিসেবে অাবিষ্কার করলাম
বড়ই অসুখী রয়েছি ইদানিং
প্রতিদিনের ডায়রি লিখতে বসেই
প্রথমে ভুলের পাথরে হোঁচট খেয়ে খেই হারালাম।
ভালমন্দের তফাৎ না করে এলোমেলো ঘুরাঘুরি
গরিবের ঘাড়ে কদম রেখেই বিলাসী গাড়িতে ঘুরি
ফুলের কদর বুঝিনা অথবা বসন্ত খুঁজিনা
অথচ মনের দোরগোড়ায় ভালবাসা মাগি
প্রতিবেশী মন মলিন তবুও কারণ শুনিনা
দাম্ভিক অহমিকায় কোটি টাকার অাংটি দেখাই
ক্ষুধার্তের চিৎকার শুনিনা
দিনান্তে বড়ই অসুখী মনে হয় নিজেকে।
রাত্রি বেলায় রোজকার ডায়রি লিখতে যেয়ে পেয়ে যাই
নিজেকে করার মতো অভিযোগ
এখন রোজাকার ডায়রিতে নিজেকে দেখি
আস্তে আস্তে আমি সুখি হতে শিখতে পেরেছি।
১৫/০১/২০১৭ ইং
সন্ধ্যা : ৬: ৪৮ মি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।