কবিতারা কি বলে?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - অসমাপ্ত কাব্য
কবিতারা কি বলে?
কবিতা কি বলে
কবিরা কি তা শোনে?
কবিতা যা বলে
কবিরা কি সব বুঝে?
"
"
চারদিকে কবিতার ছড়াছড়ি
তুমি আমি আমি তুমি।
ভালবাসায় সিক্ত কবিদের বুকের ভূমি।
'
'
সেই একসূত্রে বার বার পথ চলা
বার বার শেখানো বুলি বলা।
বার বার একই পথে চলা
"
মানতেই হবে যেনো পুরাতন রীতি।
কবিতাতেও সেই পুরাতন ভাষা।
বেদনা আর ভালবাসা ।
নিয়মের নেই কোন ব্যাতিক্রম।
সবাই যেন চলে একই রকম।
"
'
সবাই খায় নিয়মের কলা।
মুখস্ত বিদ্যাটা বার বার বলা।
কে শিক্ষা দিল তারে সেই পথে চলা
তার নাম টা যাবে নাকো বলা
"
"
গরীবের কথা বলে নাতো কেও।
দেয় না অনাথেরে পরিচয় ।
মূর্খের বুলি দিয়ে হয় না কবিতা।
"
"
এটাই বলে ।
সেটাই বলেছিল ।
কে বলেছিল জানে না তারা।
মুখস্ত বিদ্যাতে পন্ড তারা।
তাদের কবিতাও দিশেহারা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।