সাধারণ এই আমি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - অসমাপ্ত কাব্য
বিশেষ কিছু লিখতে পারিনা।
তাই আমি বিখ্যাত নই।
আমি আমার মতো সাধারন """""
আমি নই অসাধারন
,, আমি আমার মতো করে ""
আমার দুনিয়াকে উপভোগ করি।
এ পৃথীবিকে ভালবাসি আপনার মতো করে
""" আমি নিজেকে খুঁজি
"" এই পৃথিবীর নীরে
হাসি আর কান্নার ভিরে "
" আমি নিজেকে খুঁজি
ঐ বেদনা ভরা দুপুরে
যে দুপুরে কেঁদে ছিল বেদনাহত কাক
আমার ঘুম ভেঙ্গেছিল যার ডাক।
শহরের রসহীন উদাস ভোরে
আমি খুজি এই আমাকে
যে আমি হাড়িয়েছি শহরের রাস্তার বাকে।
হারিয়েছি আপন খেয়াল।
হারিয়েছি মনের সব ভাবনা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।