তৃষ্ণা কাতর প্রেম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - অপ্রকাশিত কবিতা

তোমার প্রেমে আবেগ ছিল বড্ড
ছিল একটা গোপন তৃষ্ণা।


ছিল একটা গোপন চাওয়া।
বালিকা তুমি বুঝলে কি করে?
সেটা কি ছিল।


সে ছিল যুবক ।
তরতাজা ছিল গায়ের রক্ত ।
অভিনয়টা পারতো বেশ ।





তুমি তাতেই কপুকাত ?
নষ্ট হয়ে গেল কত দুপুর অর রাত
তোমাদের মিলন প্রেমে।
কি ছিল সেই জীবন
আজ কেন এত হতাশা?


কেন সেদিন বুঝনি।
যুবকটি বড্ড চালাক ।
ধোকা দিবে তোমায়।


শাহসী সে ছিল বটে
তার সাথে ধোকাবাঁজ
তোমার দেহে সে করে গেল
অবৈধ মিলন কাজ।


তোমার মত অনেক সুন্দরি
তার জন্য ছিল পাগল
তাই সে সবাইকে দিল ধোকা
বানিয়ে তোমাদের ছাগল


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 7টি মন্তব্য এসেছে।

২৪-০১-২০১৮ ২২:৩৩ মিঃ

সুন্দর লিখেছেন কবি।।।।।আরও লিখুন।।।।বাহ কি বলব ।।।ভাষা নাই।।।।।।।আমি অভিভূত।।।।।।।।।ভাল লিখেছেন ।।।
সুন্দর ।

০৮-০৫-২০১৭ ১২:৫৯ মিঃ

ভালো ।
কয়েকটি বানান ভুল দৃষ্টিকটু লাগছে ।
যেমন :--কপুকাত নয় কুপোকাত ।
আর টা অর হয়ে আছে ।
সাহসী বানান এটা ।
ধোঁকা বানান ।

২৪-০৩-২০১৭ ০৯:৩০ মিঃ

ভালবাসা নিও কবি

০৩-০৩-২০১৭ ১৮:১০ মিঃ

ধন্যবাদ সবাইকে

০৩-০৩-২০১৭ ১৮:১০ মিঃ

<>>>>><<<<<<<অদ্ভুত

৩০-০১-২০১৭ ০৮:৩৮ মিঃ

ধন্যবাদ শাহিন আলম ভাই

৩০-০১-২০১৭ ০৪:১০ মিঃ

বেশ ভালো লিখেছেন তো