মাতাল কবি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - অপ্রকাশিত কবিতা
মদের নেশাতে মাতাল কবি ।
কবি কি করে আকবে তোমার ছবি?
তুমি তো ঢং দেখিয়ে সং সেজেছো।
কবিতো রং মেখে হয়নি পাগল।
কবির আজ মাতাল মন ।
মাতাল হয়েছে পৃথিবীর গন্ধে।
পৃথিবী তাকে লোভী করেছে ।
মাতাল করেছে লোভ দেখিয়ে।
বাস্তবতার কঠিন লোভ।
কবির মনে এখন মদের গন্ধ।
নেশায় অন্তর হয়েছে বন্ধ।
বিবেক তাই কাজ করা ছেরে দিয়েছে।
সে অলস সময় নষ্ট করে।
তুমি তোমার যৌবনের ঘ্রাণ
যতই দেখাও ।
কাঁদবেনা কবির প্রাণ।
কান্নার দিন তো আসেনি
সে দিন তার প্রয়োজন নেই।
বিবেক তাকে সময় দেয় নি।
কখন ভাববে সেসব নিয়ে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।