স্বপ্ন
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
স্বপ্ন আমার "
স্বপ্ন তোমার ""
স্বপ্ন দেখার ইচ্ছা সবার।
এসব স্বপ্ন দেখে কি লাভ
যদি থাকে কর্মের অভাব
মিছে স্বপ্নে হবে কি লাভ।।
স্বপ্ন দেখা ভাল ""
কিন্তু সেই স্বপ্নে হাড়িয়ে যাওয়া ঠিক নয়
তাতে বাস্তবতাকে হাড়াতে হয়।।
জীবনকে ভালবাস
ভালবাস জীবনের বাস্তবতাকে।
তবে সুখকে খুজতে হবে না।
সুখ তোমাকে খোজে নেবে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।