না বলা কথা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

তোমাকে আজ বলা হয়নি
মনের না বলা কথা
মনের ভেতর বেড়েই চলেছে
অজানা সেই ব্যাথা
ভালবাসি তোমায়
আজও সে কথা তারা করে আমায়
ছারে নাকো পিছু
আজও সে কথা কানে বাজে
বলতে পারিনি এখন তোমায় ভালবাসি
আজও এ মনের ভেতর
সে কথা গুলো গেথে আছে
ভুলতে চাইলেও ভুলা যায় না
তোমাকে না বলা সে কথা
তোমাকে না বলা সে কথা
বার বার মনে দিয়ে যায় ব্যাথা
মনে করিয়ে দেয়
হারানো সকল সুর
এখন তুমি চলে গেছ বহু দূর
তবু ভুলতে পারিনা
তোমাকে না বলা সে কথা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।