অস্তিত্তের খুনসুটি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - অসমাপ্ত কাব্য
আমি কি আছি তোমার বূকে?
না তুমি আছ মোর বুকে??
চীর প্রেম নিদ্রার সাথে সুখে।
এই পৃথিবীতে সবাই ধূকে ধূকে।
খুজিতেছে স্বপ্নের প্রেয়সীকে।
পাবে কি না পাবে সেটা মূখ্য নয় ,
বুঝেছে তারা প্রেয়সীর অভিনয়।
ওরা প্রেমিকের দল,
ওরা প্রেমে সিক্ত যৌবনের ক্ষত।
প্রেয়সী মোর ,
আমার অস্তিত্ত কি ছিল তোমাতে?
নাকি আমিও সেই যুবাদের মত?
অস্তিত্তের সংকট যাদের তারা করে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।