কাব্যরসহীন কবি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - অসমাপ্ত কাব্য
অতঃপর আমি একটা ভুলে ভরা কবিতার লেখক।।।
আমি কবি নই।।।
যদি তুমি কবি হও।।।
লেখ।।।
কিন্তু আমি বস্তুতে বিশ্বাসী '
স্বপ্নকে দেখা হবে না।।
আমি তার শত্রু "
সাপেনেউলে সম্পর্ক তার সাথে।।
আমি ভাষার বিজ্ঞানে বিজ্ঞ নই।
আমি অজ্ঞতার অন্ধকারে
বানান ভুল হচ্ছে বার বার।।
তবু ব্যাকরণ টা শিখতে গেলাম না।
আমি অদ্ভুত 'কদাকার "
আমি ভুল করি বার বার।।
আমি জীবন্ত দূষিত ভাষা '
আমি তোমাকেই দেখি।
তুমি আমাকে চিনলেনা।
বার বার শব্দ গুলো।
আমাকে গালি দেয়।।
ভুল করার অপরাধে।
আমার শাস্তি দাবি করে।
বিদ্রোহ করে শব্দেরা।
স্লোগানে মুখরিত বই গুলো।
তারা হরতাল ডেকেছে কলমে।।
চারদিকে আন্দোলন করছে ব্যাকরণ '
ভাষারূপে মাধুর্যহীন কেন কবি?
এই প্রশ্নের তীর বার ছুড়ছে তারা।
বার বার বিদ্রোহানল জ্বলছেই '
অক্ষত বিজয়ের বিক্ষত দাবানল '
বার বার বাণী এসে শোনাচ্ছেই।
কাব্যজগত আজ বিতাড়িত করবে মোরে।
আমি হবো ভিখারি এ পথে।
আমি পথের ধুলোবালি হয়ে '
এ পথেই থাকবো পাগলের পরিচয়ে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।