আমি রাস্তার ইভটিজার বলছি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - অসমাপ্ত কাব্য

===============
অভদ্র কবি
==============
আমি রাস্তার ইভটিজার বলছি "
যাকে তোমরা রাস্তার বখাটে বল।।
আমি তোমাদের নিত্যকাল দেখা দেই।
নারীদের বিনামূল্যে শোনাই কবিতা '
আমি গান গাই প্রতিভার পাগলামি তাতে
মেয়ে দেখলে যে বাশি বাজিয়ে শোনায় '
আমি সেই মানুষ।
সমাজের চোখে সবাই জানে ঘৃণ্য ''
তবে অপরাধ তো আছে আরো।।
তুমি যে শিক্ষক "
শ্রেণীকক্ষে শাসনের করে '
ছোট খুকির শরীরে হাত দাও।
তবে সেটা কি????
তুমি যে প্রেমিক "
ভন্ড প্রেমিক মুখোশে ঢাকা '
প্রেম লিলা করে করেছ সর্বনাশ '
এখন তাকে ভাল লাগে না '
ছেড়ে দিলে প্রেমিকার হাত।
তোমার কি পরিচয় দেব????
সমাজের যে মুখোশের রং '
যে রং মেখে আছো তোমরা ''
বুড়ো মহাজন তুমি '
বিদ্যান হয়েছ সার্টিফিকেট আছে।
টাকার গরম তোমার অনেক।।
মেয়ের পিতা অভাবী '
তুমি হয়েছ নারী লোভী '
পা তোমার কবরে "
ডাক দিল যৌবনে '''
আজ তুমি স্বপ্ন ভেঙ্গে তরুণীর স্বামী '
তুমি মাহান "আমি আসামী।
তুমিতো ঘড়ে বসে অত্যাচার কর '
আমাকে দেখা যায় রাস্তায় '
তুমিতো ঘরটাকে করেছ নরক।
স্বামী হয়ে '
সার্টিফিকেট আছে তোমার
রেজিস্ট্রি অফিসের '
তাই তুমি অপরাধী হবে কেন????
আমি বখাটে বলছি।
তুমি সার্টিফিকেট লাগানো কাপুরুষ '
আমি ইভটিজার বলছি।
তুমি শিক্ষিত সার্টিফিকেটে
মগজে তোমার পশুর রক্ত বইছে।।
তুমি তো মুখোশে ঢাকা মানব।
তুমি তো মানুষ তবে দানব।
তুমি টাকার জন্য যে পতিতালয় '
তাতে তুমিই নিজের দেহের তৃষ্ণা মেটাও।
যে অভাবের "স্বভাবের পাপি তুমি।
হে মানব তোমার পাপের শেষ কোথায়??
তুমিই সেই গোপন পারাকে করেছ চাঙ্গা '
তুমি না গেলে চলে কি করে।
কোথা থেকে আসে এত শক্তি???
এত কিছুর পরেও তুমি মুখোশ পড়া ভদ্র।
ভদ্রতার মুখোশে কতদিন থাকবে।
এবার মনটা পরিস্কার কর।।।
তুমি ছাত্রকে লালসার কাজে লাগাও।
তুমি কি আদর কর??
নাকি জ্বেগে আছে লালসার সয়তান।।
ছাত্রীকে কেন কুনজর দাও।।
তোমার বুকে কিসের রক্ত???
কিসের মুখোশে ঢেকে আছো তুমি???


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৬-০৩-২০১৭ ২০:০১ মিঃ

কিসে কি???সভাবেই বুঝবি,,,