ভাষা নেই
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরনের কাব্য

ভাষা নেই কিছু বলার '
তবু বলব কবি "ভালবাসা নিও '
আজ চারদিকে অত্যাচারীর আক্রমন।
চারদিকে জেগেছে মৃত্যুর মিছিল '
মিছিলে "মাঠে কোথাও কেও নেই নিরাপদ '
আজ বাহিরে অগ্নি শিখা জ্বলছে।
জ্বলছে তো জ্বলছেই "
আশা দেবার কেও নেই।।
কবি কি বলে তোমায় দেব আশা।
আজ আমি হাড়িয়েছি ভাষা '
ভাষা আজ জেলখানা র কয়েদে বন্দি
কবিতা নয় "জীবন্ত সত্য চাই '
ভাষা নয় "এবার স্বাধীনতা চাই "
চাই বিদ্রোহী আত্মা
অত্যাচারী শাসকবংশের বিনাশ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।