আজব পৃথিবী
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরনের কাব্য

কেও পণ্য হয়ে ধন্য
কেও বন্য হয়ে ধন্য
কেও ভোগ করে ধন্য
কেহ ভোগ করিয়ে ধন্য '
বন্য ভোগ করে পন্য '
তাতেই পণ্যের হয় ধন্য "
কেও করে শিকার শিকারি হয়ে
কেও মরে শিকারির ভয়ে।
কেও বাচে ভোগ্য পণ্য হয়ে।
কেও ভোগের পেয়ালা হয়ে।
তবু জীবন ধন্য "
এ পৃথিবী আজব জেলখানা।
এখানে হরহামেশা দেখতে পাবে "
হাজার রঙ্গের ঘটনা।
পৃথিবী আজব জেলখানা।
কেও বন্ধু হয়ে থাকে "
কেও অন্ধকারে রাখে "
সবাই ভোগ করতে চায় ভোগ্য পণ্যটাকে।
এ পৃথিবী আজব কারখানা "
একস্থানের ভোগ্যপণ্য "
অন্যস্থানের ভোগের রাজা "
একদেশের রাষ্ট্র নায়ক "
অন্যদেশে পায় সে সাঁজা.


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।