টুং টাং শব্দ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

তুই কি আমার হবি?
তবে কেন?
তুই কি দূরে যাবি?
তবে যা,
সামনে দাড়িয়ে কেন??
তুই কি পালাবি "?
তবে অনেক দূরে পালিয়ে যা
টিং টং ভাবনা ভাবিস না "
পিং পং আচরনের সাথে,
তোর ঢং গুলো বড্ড মায়া ধরিয়ে দেয়।
এভাবে ঢং করিস না।
করিস না অবুঝের মত ভাব।
চলে যা যত দূরে পারিস।
আমার কাছে যেন না দেখি "
যেন না দেখি তোর ঘ্রাণ,
আমার অন্তরের কোনেতে '
যা যেখানে ইচ্ছে "
যেখানে আমি নেই "
তোর ঢং গুলো বেহায়ার মত।
তোর বেহায়াপনা টা বড্ড মনে ধরেছে।
আমার সাথে খেলা করিস না।
বার বার তোর ছলনা ভাল লাগে "
তবু বলছি দূরে যা।
আমি তোর প্রেমে পড়তে চাইনা।
তোর ঢং এর মায়া অনেক শান্তিময়।
আমি সে শান্তি পেতে চাই না।
সেটা সইবে না "
সে সুখ আমার না "


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।