নারী
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা
নারী তুমি মহান,
কত গুনি জন তোমায় করেছে সম্মান
তোমায় নিয়ে রচিত হাজার গান।
তোমার পদতলে,
ফুল দিয়েছে কত রাজা,
কত কবি, কত প্রজা,
কত বীর, করেছে তোমার পুজা "
তুমি রাণী,
তোমার ভালবাসায় পরাজিত রাজা।
আমি পাপি,
তোমার গীবতে লিপ্ত,
নষ্ট তোমার ঐ বুকে,
হেনেছি ঘৃনার আঘাত,
তোমার বুকে হিঃস্র সেই পশুর মত,
একেছি এক কলঙ্ক,
যে কলঙ্ক আকা আছে চাঁদের গায়ে।
তুমি নষ্ট নারী,
আমি পাপি পুরুষ,
তুমি যৌবনের দেবি,
আমি তোমার পূজা নাহি করলাম "
তুমি আমার স্বপ্নে এসে,
তুমি নষ্ট করেছ আমার স্বপ্ন,
নষ্ট করেছ আমার মন "
নষ্ট করেছ আমার আশা
নষ্ট করেছ আমার ভালবাসা "
তুমি নষ্ট হয়েছ,
নষ্ট করেছ আমায় "
জীবন তোমার চাইনা "
চাইনা তোমার নারী দেহ "
আমি চাই সেটা,
যা প্রার্থনা করেনি কেহ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।