অভিনয়
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - জাগরনের কাব্য

অভিনয় করতে করতে আমি ক্লান্ত
অভিনয়টা বড্ড সেকেলে।
কোন নাটকের বইয়ে নেই "
অলিখিত একটা কর্তব্য "
একটা ভাল থাকার নাটক "
একটা ভাল সাজাঁর নাটক।
তোমাদের লাইনে প্রথম হওয়া।
চারদিকে এক অদ্ভুত খেলা।
এই নাটকের ব্যস্ত চরিত্র "
কারো কাছে কোন কিছু নেই।
লেখক বলে দেয় একটা "
অভিনেতা অভিনেত্রী করে অন্যটা।
তোমাদের এই নোংড়া মঞ্চসজ্জা
ভুলে ভরা অভিনব নাটকের সজ্জা
সত্যতে তোমাদের লজ্জা।
অনেকদিন নিজের জীবনকে দেখিনা
অভিনয় করতে করতে বেখেয়ালি আমি
নিজের আমাকে গেছি ভুলে।।
বহুদিন আমার প্রিয়াকে দেখিনা।
সুখে থাকার অভিনয়টা ভাল জানি না।
তাই আমি তৃতীয় পর্যায়ের চরিত্র।
সত্যকে মিথ্যাচার করার অভিনয়
মিথ্যাকে সত্য মেনে নেয়ার অভিনয়
বার বার নাটকের রুপ পরিবর্তন করে
পরিবর্তন হয় তার গল্প।
সমাজের নোংড়া নাটকে।
আপন আমাকে হাড়িয়ে ফেলেছে মন।
যৌবনের বহুকাল উৎসর্গ হয়েছে।
তোমাকে নিয়ে স্বপ্প দেখিনা প্রিয়া
তুমি কি হাড়িয়ে গেছ???
অভিনয়টা আর ভাল লাগে না।
বড্ড সেকেলে মনে হয় নিজেকে।
পুতুল হয়ে গেছি '
নাচতে নাচতে বুঝতে পরছিনা।
কার হাতে সুতোটা আছে।।
কে আমার নাটায় নিয়ে খেলে।
কেনই বা এতো অভিনয়।।
অনেক সহ্য করেছি।
যেখানে ন্যায় বিচার নাই।
অন্যায়কারী রাজা সেজে বসে।
সে অভিনয় ছেড়ে দিতে চাই।।
খোলে দাও বদ্ধ দোয়ার "
এবার নিজের মতো বাচবো।
সৃষ্টিকর্তা আমাকে ভালবাসার সাথে।
দিয়েছেন একটা মানব জীবন।
মিথ্যা অভিনয় আর কতকাল??
কতকাল আর করবো অভিনয় "?
সংলাপ হীন এই ভয়ংকর নাটকে
অভিনয়টা আমি পারি না।
বাচতে চাই নিজের মতো করে
মুখোশের আড়ালে আর বাচতে চাই না
বাচতে চাই নিজের মত করে
আমি তোমাদের মতবাদ মানি না।
মিথ্যাকে যারা সত্য বলে চালায়।
সত্যকে লাগিয়ে দেয় মিথ্যাচারের সিলমোহর
তোমাদের নাটকে আর কত করবো অভিনয়
এবার মানুষের মতো বাচবো।
ভদ্র থাকার অভিনয় '
সুস্থ থাকার অভিনয় "
বেচে থাকার অভিনয় ''
বার বার এ অভিনয় "
সহ্যক্ষমতা পার করে যায়।
মন ভাবে সে কোথায় যায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।