রসহীন কবিতা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা

ভালবাসার কবিতা গান
গল্প
ভাল লাগে না।।
ভাল লাগতো যখন তুমি ছিলে।।
এখন আর গল্প পড়িনা।
এসব কিছু মিথ্যা মনে হয়।
মিথ্যা গল্পগুজব মনে হয়।
মনে হয় এই বুঝি ধোঁকাবাজ এলো।
বলে গেল মিথ্যাকে সত্য মুখোস লাগিয়ে
বার বার তোমার চোখ "
নীল মেঘে উড়ে বেড়ায়।
সেই নীল পাখিদের দেশে '
সাইবেরিয়ার সাদা পাখিদের সাথে
মরুভূমির চিল এর মতো উড়ে।
উড়ে চলে সেই মাঠে "
যে মাঠে কবিরা তৃষ্ণার কবিতা খোঁজে
মরমি গানের সুর খোঁজে
রসহীন কবিতা "
ছন্দহীন আশা
জীবনের সংলাপ হীন নাটক "
ভাল লাগেনা আর ছন্দপতনের দৃশ্য।
তুমি নাই, কিছু নাই।।
নাই পৃথিবীতে কোন কবিতা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।