কবি ও কবিতা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - কাব্যধারা

কবিতা লিখতে লিখতে আমি কবি।
তুমি দেখালে তোমার রূপ "
দেখালে তোমার বাস্তব ছবি।




তোমার এ কোন রূপ আজ "
সে রূপ কোথায়??
যার তরে পৃথিবীর সব ছিল মুগ্ধ '


ঐ কবিরা বার বার ফিরেছে পৃথিবীতে '
বার বার জন্ম নিয়েছে কবিতা '
কবির কলমের রক্ত দিয়ে।
বার বার কবি এসেছে ভুবনে '
রবীন্দ্রনাথ হয়ে " নজরুলের রুপ নিয়ে।
জসীম উদ্দীনের নকশিকাঁথা হয়ে।
কবিতার অমর সুর নিয়ে।
তুমি তো এখনো আছ "
তবে রুপের কেন এত আবর্তন??
কবি আর কবিতা ফিরে ফিরে দেখেছে
তোমার রুপের মধুরতা।
সেই আরব্য রজনীতে "
যে কবিতা ছিল বেদুইনের বুকে।
যে কবিতার ছন্দ মরুভূমিতে সুখ ছড়িয়েছে।
সে কবিতাতে তুমি ছিলে।
কবি আর কবিতার বুকে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।