প্রেমিকা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

প্রেমিকা তুমি কেমন?
তুমি কি?
তুমি কে?



তুমি কি চাও ?
আমি কি চাই?


বেহিসেবী জীবন আমার
কি চাওয়ার আছে।।



কি দিবে তুমি আমাকে?


তোমার সেই নষ্ট মন।
আচ্ছা মন কি নষ্ট হয়?
সবাই বলে তুমি নষ্ট মেয়ে ।
নষ্ট তোমার দেহ।


কি করে মন নষ্ট হয়?
তুমি কি জানো?

মন তো পচনশীল নয়।
সেটা কোন সবজি বা শাক নয়।
বা মাংশ পিন্ড।
তবে মন পচেঁ কি করে।


আমি বুঝিও না ।
করি না বিশ্বাস।
আমি তোমাকে তবু ভালবাসি ।


আমি জানি এটা বেহিসাবী।
তবু হিসাব করি ।



তুমি কি সত্যিই নষ্ট ?
এটা কি হয়?



তোমার মনে কি পচন ধরেছে?
তবে ভাইরাস গুলো কই?
ব্যাক্টেরিয়া গুলো কেমন?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।