আধুনিক কবিতা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

আধুনিকা তুমি '
তুমি এখন অনলাইনে চ্যাটিংয়ে ব্যস্ত।
ভাইবার "হোয়াটস এ্যাপ " বা ইমোতে '
আমি ভাবছিনা তোমাকে নিয়ে।
বসে আছি কম্পিউটার 'মোবাইল নিয়ে।
হয়তো বা তোমার কোলে ল্যাপটপ '
তুমি পি ডি এফে কবিতা পড়ছ।
আমার সন্ধ্যা তোমাকে ভাবে না।
তোমার সাথে পরিচয় হলেই ভাববে।
আজকাল কবিতা ভাল লাগে না।
ভাল লাগেনা একা একা ভাবতে।
আমার দু চোখে অন্যকিছু "
সব কিছু আলাদা তোমার থেকে।
আধুনিকতা তোমার চোখে মুখে।
আমার স্বপ্ন এখনো অপথের বাকে।
আমি স্বপ্নগুলোকে গালি দেই।
এত পাগল কেন তারা??
মিথ্যা এই মোহ আমায় টানে।
তোমার কথা আসে না মনে।
এসব কেন লিখেছি "?
এই সবের কি ছিল প্রয়োজন ""
বার বার প্রশ্ন করে মন
তোমার পথে যে কাটা "
সে কাটা আমিও দেখি বার বার।
যন্ত্রণা আমার বাড়েনি "
কমিয়েছি আমি নিজেই '
তোমাকেও শোনাবো না "
বার বার তোতা কাহিনী '
যে কাহিনীর শেষ নেই।
সে কাহিনীর বইটা থাক লুকিয়ে '
লাইব্রেরির পুরাতন শেল্ফে।
আমি এখন মোবাইল নিয়ে ব্যস্ত।
তোমার কোলে একটা ল্যাপটপ।
স্বপ্ন গুলো এদিকে আসে না।
তারা এখনো পুরাতন ভার্সনের মোবাইল।
নতুন সফটওয়্যার সাপোর্ট করে না


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।