অপ্সরী
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - ঘাসফুলের কাব্য
কেমন আছ?
অন্ধকারের অপ্সরী "
অন্ধকারের নীল পরী।
তুমি কি জানো?
তুমি কিসে মগ্ন
তবে আর জানার দরকার নেই।
ঘুমিয়ে থাক "
স্বর্গের অতল গহ্বরে
একটি সুখের নিদ্রাকে সঙ্গী করে।
এটা কিন্তু তোমায় বলিনি "
আমার কবিতার লাইন।
যা হাড়িয়ে গেছে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।