নিয়ন আলোর শহর
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
নিয়ন আলোর শহর ।
সব কিছুই ঝাপসা।
জীবন গুলো ধুলোতে ঢাকা ।
ধুলো তে সব চেহারা ঝাপসা।
সবাই মুখোশে ঢেকে রাখে চেহারা।
বিপদে পরে গ্রাম্য বেচারা ।
দেখিয়েছে শহরে নিজের চেহারা
সে নিয়ন আলোতে দেখতো রাস্তা।
হাতে নিয়ে একটি বস্তা ।
রোজ রাতে কাজ শেষে।
একটু নগরীর চারদিকে হাটে পথিকের বেশে।
কে জানে কি হল শেষে।
একদিন ফুটপাতে "
ধরা খেল গভীর রাতে।
যা আছে দিয়ে দাও
এই বলে সব হল উদাও।
গরীব গ্রাম্য বেচারা ।
নিয়ন আলোতে মুখোশ গুলো
দেখলো অথবা চিনলো না ।
একদিন খোলা ময়দানে
মিছিল দেখে।
সেও হাটছিল রাস্তা ধরে।
মুখে খোচা খোচা দারি
চোখে নিয়ন আলোর চশমা।
হঠাৎ সে পুলিশের হাতে পাকরাও হল
তার হাতে হাতকরা।
সে নাকি জঙ্গি।
কোন দিন এই শব্দ শোনেনি সে
তবে জঙ্গি কি ?
এটা খায় না পরে?
পুলিশ নিয়ে গেল তাকে ধরে।
চলল সাত দিন রিমান্ডের ডলা।
সে এখন বুঝিল ।
নিয়ন আলোর সেই রাতে
সব হারাল এক সাথে।
আজ সে জঙ্গি।
নিয়ন আলোতে হেটে চলা জঙ্গি।
হাটল সে উত্তরা থেকে টঙ্গি।
এখন জেলের ভাত তার নিত্য সঙ্গি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।