তোমার প্রেম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তোমার প্রেম ।
বার বার অসহায় হল ।
লোভ আর স্বার্থের কাছে।
তোমার প্রেমিকা অপরের ঘরনী
তুমি নিজের করতে পারোনী
পারনী আপন করতে।।
বেকার তুমি
সত্য প্রেম তোমার
বার বার খেলেছ ডুব সাতার
একন তো চোখে দেখো অন্ধকার
কি ছিলো দরকার?
মিছে মিছি খেলা খেলবার
তোমার সব শেষ ।
তার সব শুরু
জীবনে কি পেলে গুরু?
এখনো যদি হুশ না ফেরে
তবে থেকো না ঘরে
যাও এই সংসার ছেরে
তুমিও মজনু হয়ে যাও
চলে যাও জঙ্গলে।
কি আর করবে বলো
প্রেম প্রেম সবই ভুজরুকি
সব কিছুই এখন ফাঁকি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।