তোমার জন্য এই কবিতা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তুমি কি জানো ?
এই কবিতা শুধু তোমার জন্য
এটা তোমার বাণীকে করবে মধুর
তুমি কি এই কবিতা পড়ছ?
এখন কি ভাবছ?
ঠিক পড়তে পড়তে এই কবিতাটি
কার কথা মনে পরছে?
কারো কথাই না?
তা কি করে হয়?
তুমি তো মানুষ
তোমার একটা মন আছে
মনটা অনেক বড়।।
সেটা জানো না?
তোমার মন যে কবি ।
আশ্চর্য সেটাও জানো না?
তুমি যে মহান কবি
তোমার মনটাও মহান কবি
সে অনেক কবিতার সৃষ্টি করেছে
শুধু কলম দিয়ে লেখতে হবে
সেই কাজটাই এখনো বাকি
কেন বসে আছো?
এখনি কাজে লেগে যাও
লেখা শুরু করে দাও।
তুমি আমার চাইতে
একশ গুন বেশীই প্রতিভাবান
প্রতিভার অভাব কিসের?
ভাল থেকো কবি
ভালো থেকো
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।