কাব্যগ্রন্থ
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

প্রকাশক এখন অনেক হয়েছে
চারদিকে সবাই প্রকাশক ।

একটি কাব্যগ্রন্থ প্রকাশ হবে
এই লিখে এখন প্রচার হয় ;
ফেসবুকে আর টুইটারে ;

কোন বিশেষ শর্ত নেই
স্বল্প শর্তে অল্প কিছু কাব্যগ্রন্থ করবো প্রকাশ
শুধু আপনি কিনে নিবেন কিছু বই

কবির বই কবিই কিনবে
কি এক অশেষ মেহেরবাণী ;
কি সে মহান কাহিণী
শুনে যাও ভাই।

কবিই লেখক ।
কবিই পাঠক
ক্রয় করে কাব্যগ্রন্থ কয়টা ;
সবার কাছে বিলিয়ে দাও সেটা

রাস্তায় দাঁড়িয়ে সবাইকে ডেকে ডেকে
প্রচার কর একে একে;
কাব্যগ্রন্থ বিলি কর জনে জনে;
সবাই বুঝবে তুমি কবি;
কবিতা লেখ ক্ষণে ক্ষণে



এটা তো কাব্য প্রকাশ
নাকি বই ব্যবসার নতুন বাজার ?
কবিরাই এই বাজারের ক্রেতা।
প্রকাশকরা এই বাজারের নেতা



টাকার মুখ ফাঁকা
টাকার মুখ বাকা
এসব শুনেছি অনেক
এখন দেখছি ও করলাম অনুধাবন
শহর ভেঙ্গে কে নষ্ট করে বন

টাকার জন্য গ্রন্থ প্রকাশ করে কোনজন
আর জাতিকে মেধা শূণ্য করছে কোন মহাজন?
যুবকদের দস্যু বানানোর গ্রন্থ
যুবকদের অপথে কু পথে চালিত হতে;
সাহায্য করনেওয়ালা বইয়ের বস্তা
প্রকাশ পায় দাম কেন সস্তা?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

০৯-০২-২০১৭ ১৭:৩০ মিঃ

অসাধারণ লেখা

০৯-০২-২০১৭ ১৪:৪৯ মিঃ

কথার আর থিওরি ওয়ালা যুক্তির থেকে

বাস্তবতা অনেক গুন বড়

০৭-০২-২০১৭ ১০:২০ মিঃ

কিছু অসাধু লোক ও এখন প্রকাশক হয়ে যাচ্ছে
এটাও নিয়ন্ত্রন জরুরি

০৭-০২-২০১৭ ১০:১৯ মিঃ

যারা প্রকাশ কালে মান গুন ও বিষয় না দেখে
মুনাফার জন্য বই প্রকাশ করে।
ও সন্ত্রাসি কাজে ব্যবহৃত বই ও প্রকাশ করে
ফেলে ।।।তারা তো দেশের জন্য কতটা বিপদ ।।
বলার আছে কি???