কিরে?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
কিরে
তুই তো ডাকলি না
কেন"?
কেন বললি না ?
ভাল লাগে মোরে।
আমি তো বলেছিলাম
তুই তো বললি না
এটাই কি তোর সমান সমান?
আমি তো বললাম
তুই মুখে দিলি তালা
দূর হ
কাছে আর আসবি না
কাছে এলেই
মায়া বাড়ে
মায়া দিয়ে কি করবো?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।