মন্তব্য থেকেই শুরু
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
মন্তব্য থেকেই শুরু
কি দিয়ে করবো শুরু ;
শুরু করতে শব্দ চাই;
শব্দ কোথায় পাবো?
সবাই পালিয়েছে;
মুগ্ধ হয়ে গেলাম চীরকাল।।
কি বলবো ভাষা নাই।
ভাষা গুলো পালিয়েছে ।।
কবির কবিতা দেখে।
আমি এই অধম ;
হয়ে রইলাম নরাধম
কি বলবো গুণের মহিমা?
সে ভাষা নেই অধমের কাছে;
তাই চেয়ে চেয়ে দেখি।
আবৃতি করি যতবার।
মুগ্ধ হই ততবার ।
কবি তুমি ধন্য ।
তোমার কবিতা পাঠে ;
মানুষ হল এই বন্য ।
কবিরাও কবিতা লেখে।
চোঁখের তৃষ্ণা মিটাই তা দেখে।
মনে আসে প্রশান্তি।
দূর হল সকল ভ্রান্তি।।।
ধন্য কবি ধন্য।
কবিতার কাব্য গুণের জন্য।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।