অনাগত এক অনিন্দ্য সুন্দর
- নাহিদ সরদার
অনাগত এক অনিন্দ্য সুন্দর
মো: নাহিদ সরদার
গতরাতে একটা স্বপ্ন দেখেছি
স্বপ্নের ও যে ওজন আছে এইবার বুঝলাম ,
দেখলাম,
অামার চারপাশে পড়ে আছে রক্তাক্ত মানুষ
অপরিচিত মানুষ ঘিরে দাঁড়িয়ে রয়েছে কিছু চেনা মুখ
চেনামুখ গুলো সব এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে,
সকলের একটাই জানতে চাওয়া
আমি ঠিক আছিতো?
আমিতো ঠিক আছি
এই রক্তাক্ত অপরিচিতের ভীড়ে।
দেখলাম,
সদ্য হাত,পা উড়ানো একটা রক্তে মোড়ান
অপরিচিত মুখ বুকে জড়িয়ে
আমি কেবলই বলছি
তোরা কে কোথায় আছিস'রে
এক গ্লাস জল নিয়ে আয়রে
লোকটা একটু জল চায়'রে
চেনা লোকগুলো সব স্টাচু অব লিবার্টি হলো?
অতঃপর দেখলাম
মরণ পথের যাত্রীর ঠোঁটে মানবতার গ্লাস ছুঁয়ে দিল
সাত বছরেরর বালক এক
মনে হয় অপরিচিত অতি তৃপ্তি নিয়ে
পান করে নিল মানবতা
আর এদিকে দাঁড়িয়ে
অনাগত এক অনিন্দ্য সুন্দর ভবিষ্যত।
২৭/০১/২০১৭
শুক্রবার, সকাল, ৭:০০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।