মাতৃভূমি অনুকুল করে দাও
- নাহিদ সরদার

মাতৃভূমিকে অনুকুল করে দাও
মো: নাহিদ সরদার
যা ইচ্ছে সেটাই করে যাচ্ছো
গলার টুটিটা চেপে ধরে বসে আছো
কানা দজ্জালের মতো ক্ষুধার্ত পৃথিবী বানিয়ে
বিজাতীয় হতে বাধ্য করেছো,
তোমার প্ররোচনায় স্ববিরোধী স্বাক্ষর
নিজেকে পোড়ায়,
তোমার শেখানো বুলি বলতে পারিনা বলে
আমার অালয়ে অালোহীন
সেখানে চলেছে মাকড়সা আর বাঁদুরের বসবাস,
উঠোনে উঠেছে অবাঞ্ছিত ঘাস লতা-পাতা
ঝাউগাছটা বাড়ছে এলোমেলো
আর আমি নিতান্তই বাধ্য হয়ে পড়ে আছি শরণার্থীর শিবিরে,
এখনো সময় অাছে মাতৃভূমিকে অনুকুল করে দাও
না হলে আমার বংশধর দ্বিতীয়বার স্বাধীনতা ঘোষণা করবে স্ট্রেট বলে দিলাম।
০৬/০২/২০১৭ইং
সোমবার, সকাল,৮:০০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।