দেশের লাগি প্রেম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
দেশের লাগি যে দিতে পারে জীবন।
দেশ প্রেমিক সেই জন।
সেই জন মহৎ প্রাণ,
যে রক্ত দিবে দেশের লাগি,
দেশের তরে দিতে পারে জান।
নিজের সুখের চাইতে ।
দেশ বড় যার কাছে।
এমন নেতা কোথায় আছে?
এমন মানুষ কোথায় আছে?
ছিল সেই একাত্তরে,
এই বাংলাদেশের ঘরে ঘরে।
মুজিবের মত নেতা কে আছে?
কে আছে শহীদ জিয়ার মত?
কে দিতে পারে সেই ভাষণ?
কারো কি আছে সেই শাহসী প্রাণ?
যে শাহসী প্রাণ ছিল কাদের সিদ্দিকীর বুকে
যে প্রাণ ছিল লক্ষ শহীদের বুকে।
আজ তেমন দেশ প্রেমিক বড্ড দরকার।
দরকার একজন শাহসী নেতার।
যে বীর নেতা ।
দেশকে ভালবাসবে জীবন দিয়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।