ভুল
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

যে বয়সে মানুষ শিক্ষা গ্রহন করে,
সেই বয়সে তুমি পড়েছ পাগারে
তোমার গুরু পুটি আর শোল।


তুমি যা বল সব আবোল তাবোল।



তোমার করার বল আছে কি?




তোমাকে আমি চিনেছি।







তুমি হলে সে।
যে মাঝে মাঝে স্কুল পালাতে।
স্কুল পালিয়ে কি নজরুল হয়েছ "
হওনি তো।








এখন পাগারে পড়েছ



খুকি তুমি বড্ড বোকা ।
সেতো আসলে নয় খোকা।


সে এসবে অনেক পাঁকা।





জীবনে তুমি মুক্তি চাইলে।
এখন তুমি কি পেলে?





মুক্তির গান কি এত সহজ?
জানোনা সস্তা কলাতে চিরে নষ্ট হয়?




তুমি সস্তা মানুষের প্রেমে
নষ্ট করেছ সময় ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।