এখন রাত
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
এখন গভীর রাত তুমি কি ভাবছো আমায়?
কত নিশি পার হল
তোমার ভাবনায় ।
কত যে দিবা স্বপ্ন "
ভর করেছে কল্পনাতে।
কত যে রাত্রি।
একা একা জাগরণ।
এখন তো নিশি জাগরণ করি।
অনিদ্রা ভর করেছে নয়নে।
কত যে রজণী।
তোমাকে ভেবেছি সজণী ।
সে কি জানো?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।