কি পেলাম?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
কি পেলাম?
কি পাবো?
এই প্রশ্ন শতজন মানুষের মনে।
কি হারালো ?
কি পেল?
গরুটা হারিয়ে,
জুতা পেল একটা।
এক জুতা?
সেটা কি কাজে দিবে?
কি করবে শেষে?
পা কি একটা?
নাকি এক জোরা জুতাও পাওয়ার আশা নাই?
গরু মারলো,
জুতাও একটা দিলো।
কি হারিয়ে কি পেলো জনগন?
বুঝতে পারি .
বলতে পারি না ।
বললেই কে দিবে?
গরুটা "
না জুতাটা?
কোনটা দিবে?
হায় অসহায় মানুষ।
অসহায় জনগন
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।