দেশ প্রেম ও ব্যক্তি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
দেশ প্রেম কি?
ব্যক্তি স্বাধীনতা কি?
কি আছে পার্থক্য?
জানো কি ?
জানি তো ।
তবে বল?
বললে তো আখের থাকবে না।
নিজের থাকবে না কিছু
জানো না তুমি।
দখল করেছি যে সরকারি ভূমি ।
তার মালিক নই আমি।
তবে তো সেটা হারাবো।
এতো জেনে কি করবে?
জানতে চেয়ো না।
বোকা হয়ে থাকাই ভালো।
বোকার মত অভিনয় কর ।
তবেই ভাল।
কি করবে জেনে?
কোনটা ভাল,
যা নিজের জন্য ভাল।
সেটাই উত্তম।
বুঝলে বেপারটা?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।