কাছের মানুষ কে?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

তুমি কি কাছের মানুষ ?




মনের কাছে তো কেউ নেই।




নাকে পাই না তোমার ঘ্রাণ।




তোমার দেহের ।
তৈলাক্ত চুলের ।
লম্বা চুলের স্পর্শ তো লাগে না বুকে।




কোথায় তুমি?




তুমি কাছে থাকো?
কেমন কাছে?




তোমার প্রসাধনির ঘ্রান তো নাকে লাগে না।




থাকতে যদি পাশে।
হাতের কাছে থাকতে।
হাতে ধরে রাখতে।





বার বার বলতে "
চিমটি কাটো কেন?





লাগে না বুঝি?

কেন করছো অভিনয়?






মিথ্যা বলে "
বার বার ধোকা দাও।



কবি কি গাঁধা ।
গাজর দেখেই পথ চলবে,
পিঠে বস্তা নিয়ে।






এতো কিছু করছো।
কত কিছু বললে।




শেষের কবিতার মিতা নই।
এতো কথার পেচ বুঝিনা।




আসলে আসো কাছে।
নয়তো বলে দাও।
কি আছে মনে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।