যোগ্য
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

তুমি বলেছিলে,
তুমি যোগ্য নও।



আচ্ছা যোগ্যতা কি?
যোগ্য কে?







যোগ্যতা কি "আমি জি পি এ পাঁচ(gpa5)
আমি পেয়েছি সুবর্ণ একটি যোগ
সোনার ডিমের মত।



আমি বি সি এস মাস্তান।
প্রথম শ্রেণীর ঘুসখোর।




আমার বাবার অনেক টাকা।
আমি ধোয়া উড়াই আসমানে।




একটা মটর চালিত গারি আছে।
তোমাকে নিয়ে যাবো ।
সুখ দিবো যা আছে।




এটাই কি যোগ্যতা?





প্রমান সহ দেখলাম।
তোমার সেই যোগ্য যে কে।


তার যোগ্যতার বহর দেখলাম।
দেখলাম সে রিকশা ওয়ালাকে গালি দিলো।
তোমার ভাই বলে করলো উক্তি।
না বলছিনা সেটা নোংড়া শব্দ।



রিকসা ওয়ালা তো ধন্য ।
যোগ্য লোকটি তাকে সম্মান দিয়েছে।
রিকশা ওয়ালাকে যোগ্য সম্মান দিয়েছে।





শালা হওয়ার গৌরব সে রাখে কোথায়
তার শালা ,তোমার ভাই।



আরো দুটি মধুর শব্দ সে বলেছে।
জানো কি সে শব্দ।


রিকশা ওয়ালা নাকি তার ঔরস।
বাহ কি বড় পরিচয় দিল।



জানতে ইচ্ছে করে ।
সে সন্তান কি বৈধ ?
না থাক দরকার নাই উত্তরের।





কি যোগ্য সে।
বাহ বাহ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।