সে তো মহৎ লোক
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

সে তো মহৎ লোক ।
করলো সব কিছুই ভোগ।





সে তো মহৎ লোক।
করছে তোমাকেও ভোগ।







সে তো মহৎ লোক।
টাকার গরম অনেক।
কাজ করে সব নেক।




সে তো মহৎ লোক।
গরীবের জমি গরীব চষতে পারে না।
এখন সে করে ভোগ।







সে তো মহৎ লোক।
সরকারী জমি ,
রাস্তা ,বিদ্যালয় ,খেলর মাঠ।
সব কিছু করছে ভোগ।





জানো না সে সৎ লোক?





সে সত্য বলে।
সে যে গম চোর রিলিফের ।
সে স্বীকার করে।



আমরাই বলতে পারি না কিছু।
তার পালিত কুত্তার ভয়ে।






সেতো সৎ ও ভালো লোক।



জানো সে কি করে?




মসজিদের কমিটির প্রধান।



গরীবের জমি যেটা নিয়েছে।
তার অর্ধেক সে করেছে দান।






বল এখন,
সে ভালো নয়?





মহৎ প্রাণ তার


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১২-০২-২০১৭ ২১:৩৮ মিঃ

ভাল লোক সে