কবিতার রাজ্য
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
কবিতার রাজ্যকে সে করেছে নষ্ট
কবিতার রাজ্যে এসেছে এক পথভ্রষ্ট
একটা পথভ্রষ্ট কবির অগমন গটেছে
কবিতার রাজ্যকে সে করেছে ছন্দহীন।
কবিতার কিছু বুঝেনা সে
সে একটা মাতাল।
নাই কোন হুশ তার ।
সে একটা পাগল।
কবিতার সে কি বুঝে?
সে বুঝে না কিছু।
কবিতার রাজ্য তার জন্য নয়।
সে একটা বিপথগামী ।
নষ্ট করতে পারে কবিদের আগামী।
এই নষ্ঠ পাগল ।
কি করে প্রবেশ করলো?
ছন্দের এই গগণে।
তার নাম নাকি আব্দুল্লাহ
সাথে আছে আল মামুন।
কি বিশ্রী তার কবিতা ।
যেন ছন্দহীন শুকনো পাতা।
কি করে সে?
বের করে দাও।
এ ধ্যান তার জন্য নয়।
কবিতা কে যেন নষ্ট না করে।
নষ্ট না করে ভ্রষ্টতার সুরে।
মিথ্যা কথার ছলনাতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।