আজ নাকি বসন্ত .?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
আজ যে বসন্ত ,
দিনপঞ্জিকা দেখিনি ,
তাই রাস্তা বলে দিল ।
বলে দিল
রকমারি শাড়ির বাহারি রমনী।
তার চুলে সুবাস হীন বাসি ফুল।
কেউ আবার যুগল বন্দি হয়ে,
কেউ ভাবছে আজকেই ভালবাসা দিবস।
দিবস যাই হোক,
,হোক যেমন তেমন
পালন করবো নিজের মতন।
করবো প্রেমের যতন।
এখন দিবসটা মূখ্য না।
কালো দিবস হোক "
আর শোক দিবস ।
হোক সেটা শহীদ দিবস।
সাদা শাড়ি পরিহিত বিধবাদের
দেখতে পাই লাল কাতুয়ার সাথে।
আধুনিক ফতুয়া ও বলা চলে।
কি এক প্রেমে মশগুল।
স্বাদ নিতে হয় না ভুল।
প্রেমিক সদা জাগ্রত ।
প্রেম করবে মনের মত।
রাস্তার ধারে ".
আর রিকশার ছাউনির নিচে।
দেখা যায় পবিত্রকর্মে লিপ্ত কবুতর জোরা
কেউ করে প্রেমের লিলা ভোগ।
পেলে সুযোগ।
সুযোগ পেলে তো হারমাচিস ও ছাড়তো না।
ছাড়তো না সে ক্লিউপেট্রার নেশা কাতর প্রেম।
যে প্রেম তার তপস্যাকে গলিয়েছিল ।
এক মুহূর্ত লাগেনি পুরে ছাই করতে।
কামনার অনলে ছাই করেছে সে সব।
বীরের মস্তক হল নত।
অ্যান্টনি হল ক্ষত বিক্ষত।
তবে আজকের কে আছে ?
সেই লোভ হতে বাচে"
যে নেশা নিয়ে খেলেছিল হাসান সাবাহ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 5টি মন্তব্য এসেছে।
১৪-০২-২০১৭ ০৮:২৪ মিঃ
বসন্ত বসন্তর মত হলে ভাল।।।সেটা যদি নষ্ট
প্রেম ডে হয় ।।তবে মনটা খারাপ লাগাই সাভাবিক

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।