কবিতা না হল
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

কবিতা লিখে কি হবে?
কি হবে মিথ্যা কল্পনা করে?



তুমি ,আমি
আমি ,তুমি
এই মিথ্যা স্বপ্নে মগ্ন যে দুনিয়া।
সেই দুনিয়াতে সত্য হল ছাই
একটি সিগেরেটের ছাই।


শিশুরা ভুতের গল্প শোনে,
বিশ্বাস করে যা নেই।
যার কোন সত্যতা নেই।



যুবকগুলো মিথ্যা প্রেমের গল্পে।
তুষ্ট থাকে মিথ্যা গল্পে,
সত্য জেনেও মানে না সে,
পাগলের মত নাচে সে।

কবিতা না হল লেখা।
লিখবোনা ভ্রান্ত কবিতা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।