কবি তুমি কে?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
কবি তোমার পরিচয় কি?
কবি তুমি কোন জগতের মানুষ?
কোন জগতে তোমার বসবাস?
কবি তুমি কোন পথে চল?
কি করে কবিতা লিখো?
কোন সে কথা মনে আসে
তুমি কি সেই সব কলোসিত মানুষের মত,
নষ্ট চিন্তা করে যারা ,
নষ্ট কর্মে জীবন করে নষ্ট।
তুমি কি প্রেমিক কবি?
না কি ধর্ম কর্ম মেনে চল?
তুমি কি মানুষকে পণ্য ভাবতে চাও?
মানুষকে ভাবো কি খাদ্যদ্রব্য?
মানুষকে ভোগ্য ভাবো ?
নাকি মানুষ ভাবো?
নারী তোমার কাছে কেমন?
চুইংগামের মত?
রস শেষ হলে ফেলে দাও।
নারী কে তুমি কি ভাবো?
তুমি কি নষ্ট কবি?
নাকি মানবতা আছে তোমার মাঝে।
জেনে রেখো"
এই সব দিন একদিন শেষ হবে।
শেষ হবে সকল অহংকার ।
মাটিতে মিশে যাবে।
যাও দেখে আসো।
মিশরের ফারাওদের পিরামিড।
কত শক্তিশালী ছিল সেই ফারাও খুফু।
সিজার আজ কোথায়?
কোথায় তার সম্রাজ্য ?
কোথায় সেই সকল রূপের অধিকারি
তাই সময় থাকতে মানুষ হও।
মানুষ হও,
পাপী হলেও লাভ নাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।