তোমাকে চাইনি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

বলতে বলতে মুখে আটকেছিল।
কারন বলার ইচ্ছে ছিল না।


হাত ধরে চলার ইচ্ছে ছিল ।
হাতটা ধরা হল না।




তুমিও দেখোনি।
যেভাবে দেখার ছিল আশা।


তুমি তো আবেগি ছিলে।
কথা দিয়েছিলে।
একটা বাস্প রূপ কথা ।
বন্ধু হয়ে থাকতে চাও।



কোথায় আজ তো নাই।




এখন তো আগের তুমি নাই।
সব কিছুই মিথ্যা ভাষন ছিল।









এসব কিছু ভেবে।
কি দেবে ,কি নিবে।


সব কিছুই মাতাল বাক্য।



মাতাল চাওয়া ,




তোমাকে চাইনি
বন্ধুত্ব চেয়েছি,
সেটা দিতেও কৃপণতা।




তোমরা আসলেই কৃপণ।
শুধু নিতে জানো।
জানো সিগেরেটের মতো ভোগ করতে



মিথ্যাবাদী নারী।
ছলনাময়ী নারী।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।