বিশ্বাস
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

বিশ্বাস স্থাপন কর,
সত্যের উপর ইয়াকিন পয়দা কর।




ইয়াকিন তৈরি করবে ইমান।
ইমান দিবে শান্তি।



তুমি কি জানো না ?
সত্য কোন পথে থাকে?



কোন পথকে বলে শান্তির পথ,




কে শুনিয়েছে শান্তির বাণি?
কে বলেছে আসহাদুল্লাহ ইলাহা?





কে বলেছে ?



মানুষকে মেরো না।





তোমার ভাইয়ের জন্য তা চাও।
তা কর প্রার্থনা ।


যা নিজের জন্য কর পছন্দ।




তুমি মানুষকে ডাকো।
শান্তির পথে ডাকো।




যে পথে মহান আত্মা রা ডেকেছে।



যে পথে শান্তি বিরাজ করে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।