আমি বলতে পারি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
বলতে পারি ,
যা ইচ্ছা হয় ।
বলতে পারি "
অনুভূতির কথা ।
প্রকাশ করতে পারি ব্যাথা ।
ইচ্ছা মত সব বলতে পারি।
ইংরেজদের মত আমাদের
শব্দের অভাব নাই।
এক শব্দ দিয়ে,
সব বোঝাতে হয় না ।
আমরা সব বলতে পারি ।
আলাদা আলাদা অনুভূতি "
আলাদা শব্দ "আলাদা কথা ।
আত্মার কোন আত্মীয়।
সবাইকে ভালবাসার কথা বলতে পারি
বলতে পারি "
পরিচয় দিতে পারি।
কে কি বলবে।
সব বুঝতে পারি ।
কত কিছুই পারি বলতে।
এই একটা ভাষা ।
অন্য কোন ভাষাতে এত শান্তি নেই।
আমরা বলতে পারি ,
মায়ের ভাষা ।
বলতে পারি স্বাধীনভাবে।
বলতে পারি কাব্যিক ভাষা ।
বলতে পারি ভাইয়ের ভাষা ।
বলতে জানি মায়ের ভাষা।
এত মধুর ভাষা "
কোথাও নেই ।
আমি বলতে পারি
গাইতে পারি সুন্দর গান।
গাইতে পারি জীবনের জয়গান
আপন ভাষাতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।