চেনা
- ওমায়ের আহমেদ শাওন - নগ্নিকা
জানি, তুমি কি বলবে-
আমাকে কখনোই ভালবাসোনি,
আমার সাথে অভিনয় করেছো
আজ যখন স্মৃতির প্রকাশ,
সেটা তোমার বিরক্তির কারণ !
জানো-? অতীত রোমন্থন সুখদায়ক না কষ্টদায়ক ?
তুমি আমাকে ভাল না বাসলে
এতটা কষ্ট পেতাম না,
যতটা ভালবাসা দিয়ে কেড়ে নিতে চাচ্ছো.
আমি বলছি না তোমাকে কিছু আর
বদলোভী তুমি নিজেই
পৃথিবী চিনে যাক এবার.
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।