বসন্ত প্রেম
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

সুন্দর দিনগুলো।
সুন্দর এই গাছের পাতা গুলো।
পাতা গুলো সামনে ঝুকে আছে।
ঘড়ের ছাউনির মত করে।


সুন্দর বসন্তের দিন ।
ফাগুনের গান শুনতে পাই।
চারদিকে কি যেনো মাতাল হাওয়া ।
নতুন নতুন সব কিছু।



সব গাছে পাতা নেই।
এমন একটি পাতা ঝড়া বন ।
বা বৃক্ষহীন একটি বন।
একটি পাহাড়।



সেটা শীতের রাতে ।
চারদিকে তুষার আবৃত হয়।



তেমন সকাল এদেশে আসবার আগে।
তোমার সাথে মিলিত হব।
মিলিত হব প্রেমে ।








বসন্ত হবে প্রেমে।
বসন্ত আসবে ফাগুনে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।