তুই কি"
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

ঠিক আছে এটা মেনে নিলাম


তুই একটা পেত আত্মা।
তুই একটা নষ্ট দেহের অধিকারি।


এটা তুই।
যে একটা সুন্দর পিশাচ।
কেউ জানে এমন প্রতিমুর্তির রূপ।
আর এটা হল একটা সৌন্দর্য ।

যেটা কেউ দেখেনি ।
আগে ছিল না ।।।


যে সৌন্দর্য কেউ বুঝেনি ।
তারা সেই ক্ষমতা রাখে না ।
সেই গুণের ক্ষবর রাখেনা ,
যে গুণ তোর আছে।



একদিন কবি অনুভবে দেখেছিল।
হয়তোবা জেনেছিল।



সে রূপ স্বর্গীয় ।
সবার মনে ধরা দেয় না ।


প্রার্থিব জীবনের লোভে লোভি যে।
সে তো তার যোগ্য নয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।