জীবন এর মানে
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
এই পৃথিবীতে মানব জীবনকে ,
কেউ বলে নদীর স্রোত "
কেউ বলে বোকার স্বর্গ।
কেউ বলে লোকাল বাস।
কত কিছুই দেখছি ।
কি বুঝলাম সেটা মূখ্য নয়।
কত আজব প্রাণ।
কত মহাণ প্রাণ ,
ক্ষুদ্র কেউ সবার কাছে ।
কেউ মহামানবে হয় রূপান্তর ।
কেউ গোলামি করে ,
কেউ হয় রাজা ,
কেউ শ্রমিক হয় ,
কেউ হয়েছে প্রজা,
কেউ প্রেম করে ধোঁকা দেয় ।
কেউ ধোঁকার রাজ্যে করে বাস।
কেউ ধোঁকা খেয়ে জিন্দেগিতে,
নিজেকেই করে পরিহাস ,
নিজের মনকে ই নিজে করে উপহাস।
জীবন ধরা দেয় ,বহু রূপে।
এখানে কত কিছুই দেখতে পাবে।
কত মানুষ আসবে যাবে
কত কিছুই ঘটনার হবে আলামত।।
কত কিছু তোমাকে টানবে ।
তার নিজ গতির পশ্চাতে।
তুমিও ছুটবে পাগলের মত।
প্রেম আর ভালবাসা নিয়ে।
অধিকার আর দাবি নিয়ে।
সত্য আর মিথ্যা প্রেম।
একটা বড় রকমের আবেগ।
বার বার মাথায় খেলা করবে।
চিন্তা আর চেতনার স্তরকে করবে দখল।
তোমাকে করবে বিকল।
একটা পাগলে রূপান্তরিত করবে।
জীবন তবু সুন্দর "
সেটা কতজন জানে?
যে জানে "
সেও সহি কদর জানে না ।
কদর জানলেও আমলে নেয় না ।
তাদের বিশ্বাসের খুটি দুর্বল ।
বড্ড কৃপণ সেই গতি ধারা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।