প্রত্যাবর্তন
- এস.এম. আরিফ - মৃত্যু

সুউচ্চ অদূর মহাকাশ হতে
কোন দূরবীন হাতে সে,
আমার আয়তন ন্যানো পিকো
অথবা নিশ্চিন্হের মত !
.
তবে আমি রাউটার এর মত
আমার প্রতি তরঙ্গ
তাঁর দিকে ছুড়ে দেব ,
যেন তার অপলক দৃষ্টিগোচর হয়ে
আমাকে কৃতঘ্ন না করে!
.
আমি তার অন্তরে ঘা দিয়ে বলব
ছিলাম আছি থাকব!
আমি নীরব বাধ্য প্রেমিক
হয়েই প্রত্যাবর্তন করব !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।