অভিনয়
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
একদিন স্বপ্ন গুলো বড় হবে।
জ্বলবে আলো দিয়ে।
তখন তোমার আশা দেখা দিবে কি ?
আজ যেমন দিলের কোণে থাকে।
তোমকে পাওয়ার আশা ।
একটা বড় পাগলামি
যে সত্য বলতে মানা ।
সে সত্য থাকা চাই জানা
সেই সত্য বললে পরে।
থাকবে কি কাছে?
কল্প কাহিণী সবাই বলে।
ছলনার হাজার ছলে।
আমি বলব না ।
একা একা বসেও থাকবো না।
মিছে সব অভিনয়।
সব কিছুই ফাঁকি হবে।
এ দেহ থেকে প্রাণটা চলে গেলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।