তোমাকে ভালবাসি না
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
সত্যি বলছি তোমায় আমি ভালবাসি না।
ভাল বাসলে এমন হত না ।
তোমার কাছে ছুটে যেতাম।
বার বার অপমান সইতাম।
আর বার বার পিছু নিতাম।
ওই বখাটে ছেলেটাই ভাল।
সে রোজ দাড়িয়ে থাকত।
রোজ পিছু পিছু থাকত।
আর তোমাকে শুনাত গান।
বলত ভালবাসি ।
আমি সেটা পারিনি ।
সেই এম এ পাশ বড় ভাই টাই তোমার যোগ্য
যে একটা চাকরি করে।
একটা যোগ্যতা অর্জন করেছে "
তোমার কাছে এসেছে ।
একটা দামি যোগ্যতা তার কাছে আছে।
সমাজের চোখে যা অনেক বড়।
আমার ভালবাসা টা ছিল না পূর্ণ।
থাকলে তোমার জন্য কিছু তো করতাম।
তোমার প্রতি কি ছিল ।
সেটা কি প্রেম ?
নাকি তোমার অবহেলা ,
জানি না , জানতে চাইনি।
তাই যোগ্য নই।
তোমার জন্য বালবাসা ছিল ?
না শুধু ই ভাললাগা ছিল?
যার কোন উত্তর নাই।
বাখাটে হলেই প্রেম পাওয়া যায় ।
না কি টাকার মালিক হলে?
তোমাকে নিয়ে।
লোকের কথা না শুনে।
পালালেই ভাল হত।
তাও হল না ।
ভয় পেলে ।
শূণ্য দিয়ে যেমন কিছু হয় না ।
বেকার কি খাওয়াবে।
ভাল ,করেছ।
তোমাকে সত্যিই ভালবাসি না ।
ভালবাসি এই কপালকে।
অধম কপাল।
যার নাম গোপাল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।